স্থানীয় সংবাদ
যশোরের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ট্রাক আটক

যশোর ব্যুরো ঃ রোববার ভোরে ও সকালে যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানায়,সকাল পৌনে এগারোটার দিকে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর বাস টার্মিনাল এলাকায় আফিল গ্রুপের একটি ট্রাকের নিচে চাপা পড়ে বাইসাইকেল আরোহী একই উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। আর আফিল গ্রুপের ট্র্যাকটি নাভারন হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে রোববার ভরে যশোর মনিরামপুর সড়কের যশোরের কানাইতলা গাজী হোটেলের বিপরীতে দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় এ সময় হাফিজুর মোড়ল নামে এক পথচারী চাপা পড়ে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।