বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন
# সভাপতি হাসান, সম্পাদক উজ্জ্বল, কোষাধ্যক্ষ মানজারুল #
স্টাফ রির্পোটার: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন। রোববার (১০ নভেম্বর ) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের কমিটি গঠিত হয়। দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান সভাপতি, দৈনিক প্রবাহের ফটো সাংবাদিক এমএম মিন্টুকে সহ সভাপতি, দৈনিক সময়ের খবরের ফটো সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল সাধারণ সম্পাদক, বার্তা২৪.কমের মানজারুল ইসলামকে কোষাধ্যক্ষ, দৈনিক খুলনা অঞ্চলের ফটো সাংবাদিক সোহের রানাকে যুগ্ম সম্পাদক এবং দৈনিক জন্মভূমির ফটো সাংবাদিক বাপ্পী খান ও দৈনিক সময়ের খবরের ফটো সাংবাদিক এইচ ডি হেলালকে নির্বাহী সদস্য মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি মনোনীত করা হয়। উক্ত কমিটির মেয়াদকাল হবে ২ বছর।