ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দিকে যেতে চাই : রিজওয়ানা হাসান
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের দুঃখ ভবদহের পানি নিষ্কাশনের একমাত্র পথ আমডাঙা খাল ও ভবদহ স্লুইচ গেটের ২১ ভেন্ট এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল পরিদর্শন শেষে ভুক্তভোগী জনগণের উপস্থিতিতে এক গণশুনানিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ ও এ অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন। কীভাবে ভবদহ জলাবদ্ধতার সমস্যার সমাধান করা যায় এ বিষয়ে নানা পরামর্শ তিনি মনোযোগ দিয়ে শোনেন। ভুক্তভোগীদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাঁচ লাখ মানুষের ভোগান্তির সমাধান আগে করতে হবে। আমরা একটি স্থায়ী সমাধানের দিকে যেতে চাই। ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। তিনি আরও বলেন, পাঁচ-ছয় বছর পরপর যাতে একই সমস্যা না হয় সেজন্য স্থায়ী সমাধান প্রয়োজন। গত ২০ বছর ধরে এ সমস্যা দেখছি, এ সমস্যার সমাধান হয়নি। এ সময় যশোওে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন।