তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময়

তেরখাদা প্রতিনিধিঃ
সোমবার বিকেল ৪ ঘটিকার সময় তেরখাদা থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান তেরখাদা উপজেলা প্রেসক্ললাবের কর্মরত সাংবাদিকদের সহিত মত বিনিময় করেন। এসময় থানার নবাগত ওসি তদন্ত মোঃ জিল্লাল হোসেন সহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সহিত মত বিনিময়কালে ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার সার্থে অপরাধীদের তথ্য মাদক ব্যবসায়ীদের তথ্য সহ যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার পূর্বে পুলিশকে সহায়তা করার আহবান জানান। তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকরা তৎপর থাকবেন বলে আশা প্রকাশ করেন। মত বিনিময়কালে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সহ সভাপতি এম বাবুল সরকার ও মোল্যা সেলিম আহেমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ ইকলাজ আলী, সুধাংশু কুমার বিশ্বাস, মোঃ শাহীন, হামীম বিল্লাহ সহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।