এফ আর জুট ট্রেডিংয়ে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনায় বিজেএ’র নিন্দা
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরে এফ আর জুট ট্রেডিং এ সন্ত্রাসী হামলা ও ভাংচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ) । রবিবার (১০ নভেম্বর) কতিপয় শ্রমিক কর্তৃক দৌলতপুরের বিশিষ্ট পাট ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান শরীফের মালিকানাধীন এফ. আর. জুট ট্রেডিং এর অফিসে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে অফিসের ব্যপক ভাংচুর ও ক্ষতিসাধন করে এক অরাজকতাকর অবস্থার সৃষ্টি করে। এই পরিস্থিতিতে দৌলতপুর অঞ্চলের পাট ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ন্যাক্কারজনক এই ঘটনায় বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিজেএ’র চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ আকন্দসহ নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। শরীফ মোঃ ফজলুর রহমান একজন স্বনামধন্য পাট রপ্তানিকারক। তিনি ইতোপূর্বে পাট রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক পেয়েছেন। বর্তমানে সোনালী আঁশ পাট ব্যবসায়ীদের দুঃসময় অতিক্রান্ত করছে। ঠিক এসময় শ্রমিকদের অযৌক্তিক ভাবে দাবি আদায়কে কেন্দ্র করে এই সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে দোষীদের আইনের আওতায় না আনা হলে বিজেএ’র পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।