মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. মনাসহ নেতৃবৃন্দ
# বিএনপি নেতা বাবুলের শয্যা পাশে #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এস এ রহমান বাবুলকে দেখতে হাসপাতালে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা। গতকাল সোমবার সকাল ১১টায় তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন হার্ট অ্যাটাকে আক্রান্ত জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ রহমান বাবুলকে দেখতে যান। তিনি অসুস্থ বিএনপি নেতার শারীরিক খোজখবর নেন। এই সময় তার সাথে খুলনা মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক বদরুল আনাম খান, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এস এ রহমান বাবুলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিবৃতি দিয়েছেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।