১৮ নভেম্বর পীর সাহেব চরমোনাইর গণসমাবেশ সফলে দিঘলিয়ায় প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ১৮ নভেম্বর সোমবার খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণসমাবেশ সফলের লক্ষ্যে ১১ নভেম্বর সোমবার বাদ আসর দলীয় কার্যলয়ে উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি এবং সেক্রেটারিদের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখা সহঃ সভাপতি মাস্টার সাদেক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ মহিবুল্লাহ পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন খুলনা জেলার সহ-সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী, মোঃ শহিদুল ইসলাম, মুঃ গিয়াস উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম এস্কান্দার মোহাঃ শহিদুল ইসলাম, মোঃ হোসাইন সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন জনাব মোঃ হুসাইন লিটন প্রমুখ। সভায় ১৮ নভেম্বর গণসমাবেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।