স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৪২ জন : মৃত্যু নেই

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৬৭৯২ জন : মৃত্যু ২১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগেও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪২ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৭৯২ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগের ১০ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৪২জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৯ জন। এছাড়া বাগেরহাটে ১ জন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ১৮ জন, ঝিনাইদহে ৭ জন, মাগুরায় ২ জন, নড়াইলে ৯ জন, কুষ্টিয়ায় ২৩ জন, চুয়াডাঙ্গায় ৮ জন ও মেহেরপুরে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২১ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৬ হাজার ৭৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৯৭৫ জন, বাগেরহাটে ৯১ জন, সাতক্ষীরায় ১৭২ জন, যশোরে ৯৮৮ জন, ঝিনাইদহ ৪৩৫ জন, মাগুরায় ২৩২ জন, নড়াইলে ৫৩১ জন, কুষ্টিয়ায় ৭৪৬ জন. চুয়াড্ঙ্গাায় ১৪৪ জন, মেহেরপুরে ৫১৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪২২ জন। রেফার্ড করা হয়েছে ৯১ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৪২ জন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৩১ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহন করেছেন ৮৩১ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয় ১৩ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button