স্থানীয় সংবাদ

যশোরের যবিপ্রবি এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

যশোর ব্যুরো ঃ ছাত্রলীগের সাবেক নেতা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার (রেজিস্ট্রার দফতরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত) সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে যবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানায় ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাইফুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের ট্যাগ দিয়ে ৫ ছাত্রকে রাতভর নির্যাতন করে এবং হল গেটে তাদের ফেলে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ২ সেপ্টেম্বর নির্যাতনের শিকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পী মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেন, মেহেদি হাসান ও আব্দুল গফফারের পক্ষে অপর নির্যাতিত মাসরুর বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঢাকার শাহবাগ থানার পুলিশ যবিপ্রবির ওই কর্মকর্তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। যবিপ্রবির প্রক্টর আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার সাংবাদিকদের বলেন, ঢাকার শাহবাগ থানা থেকে সেকশন অফিসারকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে আমরা সাইফুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে গেটের বাইরে থাকা পুলিশে সোপর্দ করি।
তিনি বলেন, মুহসীন হলে ছাত্র নির্যাতন মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সাইফুর রহমান আসামি করে সম্প্রতি ঢাকার শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button