স্থানীয় সংবাদ

বাগেরহাটে জেলা আ’লীগ নেতা অ্যাড. ফরিদ ও তার ছেলেসহ ৬ জন গেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তার ছেলে সহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় বাগেরহাট শহরতলী থেকে পৃথকভাবে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়ন আহমেদ এবং বাগেরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদার। এর আগেরদিন শনিবার রাতে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গত ৪ আগষ্ট বাগেরহাট জেলা কালেক্টরেটের সামনে মহাসড়কে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রায় দুই মাস পর গত ২৯ সেপ্টেম্বর বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার সেখ রেজাউল করিম নামে বিএনপি দলীয় এক কর্মী বাগেরহাট সদর মডেল থানায় বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আইনজীবী মীর শওকাত আলী বাদশাসহ ৯৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করেন। এই মামলায় চয়ন আহমেদ ও আবু তাহের এজাহারনামীয় আসামী। চয়ন ও তাহের সম্প্রতি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। তবে এই মামলায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেফতার করে। বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে গত ৪ আগষ্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়ন আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে চয়ন আহমেদ এবং ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদার আদালতের জামিনে রয়েছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। বাগেরহাট শহরে বিশৃঙ্খলা ও নাশকতা হতে পারে এই আশংকায় আওয়ামী লীগের এই তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলা উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগের ৩ জন নেতাকর্মীকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মিঠাখালীর খাসের ডাঙ্গা এলাকার আব্দুল্লাহ মল্লিক, চাঁদপাই উত্তর মালগাজী এলাকার মোঃ শাহ আলম ও মোংলা পৌর সভার কেওড়াতলা এলাকার আব্দুল মান্নান । মোংলা – রামপালের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে মধ্যরাতে আটক করে মোংলা থানা পুলিশ । তাদেরকে রবিবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button