স্থানীয় সংবাদ

খুলনায় ইজিবাইকের ব্লু-বুক নবায়ন শুরু ঃ চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার ঃ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য নগরীতে চলাচলরত ইজিবাইকের নবায়নকৃত ব্লু-বুক মালিকের হাতে তুলে দেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। খুলনা মহানগরীতে চলাচলের জন্য অনুমোদনপ্রাপ্ত ইজিবাইকের ব্লু-বুক ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য নবায়ন কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম নবায়নকৃত একটি ব্লু-বুক মালিকের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নবায়ন কার্যক্রমের শুভ সূচনা করেন। আগামী ২০ ডিসেম্বর’২৪ পর্যন্ত ব্লু-বুক নবায়ন কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, প্রতিটি ব্লু-বুকের অনুকূলে ইসলামী ব্যাংকের যে কোন শাখায় ২ হাজার টাকা জমা প্রদান সাপেক্ষে অফিস কার্যদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবনের ২য় তলায় লাইসেন্স (যানবাহন) শাখা থেকে ব্লু-বুক নবায়ন করা যাবে। এছাড়া চলতি বছরের মধ্যে প্রতিটি ইজিবাইকের অনুকূলে কিউআর কোড সংবলিত নম্বর প্লেটসহ স্টিকারও প্রদান করা হবে বলে জানানো হয়। স্ব স্ব ব্লু-বুক প্রদর্শন সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ব্লু-বকু নবায়ন করার জন্য লাইসেন্স (যানবাহন) শাখার পক্ষ থেকে মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে। কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যান) শেখ মো: দেলওয়ার হোসেন ও লাইসেন্স অফিসার(ট্রেড) খান হাবিবুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক মো: নাঈম মল্লিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button