সময়ের খবরের সম্পাদক ও বার্তা সম্পাদকের সুস্থতা কামনায় দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার অত্যন্ত পাঠক প্রিয় ও বহুল প্রচারিত আঞ্চলিক সংবাদপত্র দৈনিক সময়ের খবরের সুযোগ্য সম্পাদক মো: তরিকুল ইসলাম এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী বার্তা সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় তাদের সুস্থতা কামনা করেছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনা মহানগরীতে মারাত্মক আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ডেঙ্গু প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, জনপ্রতিনিধি কাউন্সিলরের স্থলে এখন দায়িত্ব পালন করছেন সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। সুতরাং জনসাধারণের স্বাস্থ্যসেবায় কোন ব্যর্থতা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। বিবৃতিদাতারা হলেন পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহা. সাহেব আলি, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ রেহানা আখতার, মহাসচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের সিনিয়র নেতা এস এম আকবর হোসেন, আফরোজা আক্তার মঞ্জু, এডভোকেট শেখ হাফিজুর রহমান, অধ্যাপক এম এ মান্নান বাবলু, মোঃ হুমায়ুন কবীর, সাংবাদিক এস এম রাসেল আমিন প্রমূখ।