স্থানীয় সংবাদ

খালিশপুর ১১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন স্থগিত

# নতুন তারিখ বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর ১১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে জানা যায়, একটি পক্ষ সম্মেলন বয়কট করার কারণে নেতৃবৃন্দ এ সম্মেলন স্থগিত করেন। গতকাল বিকেলে এ সম্মেলন ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জাহাঙ্গীর- বাবুল পক্ষের মত বিরোধের কারণে ভোটাভোটি কার্যক্রম স্থগিত হয় বলে সূত্রটি জানান। অপর পক্ষের নেতা রেজাউল করিম স্বপন বলেন, পূর্বঘোষনা অনুযায়ী গতকাল বিকেলে খালিশপুর কলেজিয়েট স্কুলের সামনে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম। এছাড়া তাদের পক্ষ থেকে সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহার, সম্মেলন বয়কট করার ঘোষণায় আগত অতিথিরা হতাশ হন। প্রথম অধিবেশন শেষে বিএনপির মহানগর কমিটির আহবায়ক এড. শফিকুল আলম মনা মাইকে ঘোষণা দেন, দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে। তবে কি কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে তা তিনি বলেননি। এ দ্বিতীয় অধিবেশন বৃহস্পতিবার বিকেলে মহানগর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সম্মেলন স্থগিত করায় তিনি মহানগর কমিটিকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি বলেন, তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন, মহানগর কমিটির নেতৃবৃন্দ বিষয়টি বুঝেছেন। তারই কারণে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এ সম্মেলন স্থগিত করেছেন বলে তিনি মনে করেন। আরেক বিএনপি নেতা বলেন, প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। দ্বিতীয় অধিবেশনের প্রধান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রেহানা ঈসা অসুস্থ্য থাকায় তিনি আসতে পারেননি। যার জন্য দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে বলে ওই নেতা বলেন। ভোটের পক্ষে অবস্থান নেয়া বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ বলেন, সম্মেলনের প্রথম অধিবেশন ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়। কিন্তু দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়। কারণ হিসেবে তিনি বলেন, অপর একটি পক্ষ নির্বাচন বয়কট করায় দায়ে নেতারা ভোট কার্যক্রম স্থগিত করেছে। এ ভোট হবে আগামী বৃহস্পতিবার মহানগর কার্যালয়ে। উল্লেখ্য, গত ২ নভেম্বর ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির কোন কোন নেতার নানা অনিয়মের কথা উল্লেখ করে মহানগর বিএনপির নিকট লিখিত অভিযোগ দেয়া হয়। ওই বিষয় কোন সুরাহা না করে সম্মেলনের তারিখ ঘোষণা করায় আন্দোলনকারীরা সম্মেলন বয়কটের ঘোসণা লিখিত ভাবে মহানগক কমিটিকে অবগত করে। তারপরও মহানগর কমিটি যথারীতি সম্মেলন শুরু করলেও ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এতে করে আন্দোলকারীদের জয় হয়েছে বলে অনেকে মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button