বিএনপি জামায়াতের কর্মীদের নামে মামলা দিল ছাত্রলীগ
# পরিচয় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র কর্মী #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার হাজী মোহাম্মদ মহাসিন কলেজের অনার্স পড়–য়া ছাত্র ও ছাত্রলীগের কর্মী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী সেজে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আবার বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আওয়ামী লীগ ও যুবলীগ এর কর্মীর তকমা লাগিয়ে মোট ১৭ ব্যক্তির নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৮/২০ ব্যক্তিকে আসামি করে বাড়ি ঘর ভাংচুর,শ্লীলতাহানী ও লুটপাটের মামলা দায়ের করেছেন । ঘটনাটি ঘটেছে অভয়নগর থানার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রামে। ধুলগ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আঃ মান্নানের পুত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয়দানকারী ছাত্রলীগ কর্মী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ কর্তৃক অভয়নগর থানায় দায়েরকৃত (মামলা নং-৩, তাং ৫/১১/২৪) । জানা যায় পারিবারিক জমিজমা সংক্রান্ত পুর্বশত্রুতার জের ধরে গত ২ নভেম্বর সকাল আনুঃ ৯টার দিকে প্রতিপক্ষের সাথে সংঘর্ষ হয়। এ সময় তাদের বাড়িঘর ভাংচুর, শ্লীলতাহানী ও লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে তার আপন চাচা মফিজ সরদার (৫০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাতেম সরদার (৫৫), ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাখায়ত হোসেন (৩০), আওয়ামী লীগ কর্মী মানিক চক্রবর্তী (৬০), ছাত্রলীগ কর্মী হাদি সরদার (২৩), যুবলীগ কর্মী ফরিদ আকুঞ্জি (৪২), আওয়ামী লীগ কর্মী রিপন সরদার (৩৬), যুবলীগ কর্মী নাইম শেখ (২৩), ছাত্রলীগ কর্মী হেলাল আকুঞ্জি, আওয়ামী লীগ কর্মী সাইদ সরদার (৬০), ছাত্রলীগ কর্মী রাকিব সরদার (২১), যুবলীগ কর্মী মাসুদ সরদার (৩৭), ছাত্রলীগ কর্মী আরাফাত সরদার (১৯), আওয়ামী লীগ কর্মী বিল্লাল সরদার (৩৮), আওয়ামী লীগ কর্মী হক মুন্সি (৬৫), ছাত্রলীগ কর্মী পাপ্পু গাজী (১৮) এবং সালাম সরদার (৭০) এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৮/২০ জনকে আসামী করা হয়েছে।
অপরদিকে সিদ্দিপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মোশারেফ বিশ^াস ও সাধারণ সম্পাদক সরদার হুমায়ুন কবির মিলু স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে বলা হয়েছে আসামী ফরিদ আকুঞ্জি, নাঈম শেখ, রাকিব সরদার, মাসুদ সরদার ও আরাফাত সরদার বিএনপি ও অঙ্গ সংগঠনের সক্রিয় কর্মী। রাজনৈতিক ফয়দা হাসিল ও প্রতিপক্ষকে ফাসাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর লেবাসধারী আওয়ামীলীগ কর্মী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ তাদেরকে আ’লীগ কর্মী সাজিয়েছে। অনূরূপ ৩ নং ধুলগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডা. আবুল কালাম আজাদ ও সেক্রেটারী এ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে ঐ মামলার আসামী মফিজ সরদার, বিল্লাল সরদার, হক মুন্সি, জামায়াতের স্বক্রিয় কর্মী এবং হাদী সরদার ও হেলাল আকুঞ্জিকে ছাত্র শিবিরের কর্মী দাবী করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। স্বরেজমিনে গিয়ে জানা যায়, ধূলগ্রামের মৃত আজিজ সরদারের ৩পুত্র যথাক্রমে- আঃ মান্নান সরদার, হাতেম সরদার ও মফিজ সরদারের মধ্যে পয়ত্রিক সম্পত্তির বসত বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্ব দির্ঘ্য দিনের। তারই জের ধরে সৃষ্ট গোলযোগের সমাধান করতে আসা এলাকাবাসীকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীর তকমা লাগিয়ে হয়রানী মুলক ভাংচুর, শ্লীলতাহানী ও লুটপাটের ষড়যন্ত্রমুলক মামলা দেয়া হয়েছে। মামলা থেকে জামিন নিয়ে আসার পর পুনরায় ১০ ব্যক্তির নামে আদালতে আরোও একটি ১০৭ ধারা নন জি আর মামলা দেয়া হয়েছে।
এদিকে নগরীর হাজী মোহাম্মদ মহাসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ও নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয়দানকারী মোঃ নাহিদুল ইসলাম নাহিদ মুঠোফোনে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। এছাড়া তার পিতা আব্দুল মান্নান ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেটি মানতে নারাজ। তিনি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট ঘটনার বিচারের দাবী জানিয়েছেন। যদিও গত ২০২২ সালের ২৮ জানুয়ারী মান্নান সরদার নিজ উদ্যোগে আওয়ামী লীগে এবং মোঃ নাহিদুল ইসলাম নাহিদ বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। স্থানীয় ইউপি সদস্য ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল সরদার ঐ আবেদন পত্রে তাদের সনাক্ত করেন। স্থানীয় সিদ্দিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, যেভাবে মামলাটি সাজানো হয়েছে, প্রকৃতপক্ষে ঘটনাটি এমন নয়। পারিবারিক যাতায়াতের একটি রাস্তা নিয়ে ভাইয়েদের মধ্যে দ্বন্দ্ব। এটি স্থানীয়ভাবে সালিশীর মাধ্যমে মিমাংসা সম্ভব ছিল। এব্যাপারে অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমাদুল করিম বলেন, বাদী নাহিদুল ইসলাম নাহিদ একটি অভিযোগ পত্র বাহির থেকে লিখে এনে থানায় জমা দিয়েছে। কিছু একটা ঘটনা ঘটেছে সে অনুযায়ী মামলা নিয়েছি। ঘটনার তদন্তে প্রকৃত বিষয়টি জানা যাবে। বিএনপি জামায়াতের কর্মীদের আওয়ামী লীগের তকমা লাগিয়ে মামলা দেয়া এবং ছাত্রলীগের কর্মী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর পরিচয়ের বিষয়টিও পরিস্কার হয়ে যাবে।