স্থানীয় সংবাদ

কুয়েট শিক্ষার্থীদের যাবতীয় ফি ই-জনতা অ্যাপসের মাধ্যমে পরিশোধ কার্যক্রমের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ এখন থেকে ঘরে বসেই ই-জনতা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে ফি জমা দিতে পারবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৩ নভেম্বর বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অ্যাপসের মাধ্যমে ফি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এসময় উপস্থিত ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার এবং আইসিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন, জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় খুলনার জিএম-ইনচার্জ আবুল কালাম আজাদ, ডিজিএম এরিয়া অফিস খুলনার মোঃ জাকির হোসেন, কুয়েট কর্পোরেট শাখার শাখা ইনচার্জ মোঃ আঃ হামিদ শেখ ও জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রতিনিধি এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধান, পরিচালক, চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ই-জনতা অ্যাপসের মাধ্যমে ফি জমা দিতে পারবে। অ্যাপস ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ই-জনতা অ্যাপসের পেমেন্ট অপশন থেকে বিল পেমেন্ট ক্লিক করে তাদের বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি প্রদান করতে পারবে শিক্ষার্থীরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button