খুলনা ড্রাইভিং প্রশিক্ষণ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৭
স্টাফ রিপোর্টার ঃ নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে খুলনা সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের একটি প্রশিক্ষণ ডবল কেবিনের পিক আপ গাড়ি (রেজিস্ট্রেশন নং- খুলনা মেট্রো-ঠ-১১-০১৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রায় ৭ থেকে ৮ জন আহত হয়েছে। গতকাল (১৩ নভেম্বর) দুপুর ২টায় এঘটনাটি ঘটেছে। এবিষয়ে প্রশিক্ষক মিলন বলেন, গাড়িটির ডান পাশের পিছনের চাকা বাস্ট হয়ে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে কতজন আহত আছে সেটা আমি বলতে পারব না। এলাকাবাসীরা জানান, ৭ থেকে ৮ জন আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের চিকিৎসার জন্য ভর্তি করার মতন কেউ ছিল না। এসময় টিটিসির শিক্ষার্থীসহ শিক্ষকরা একটি গাড়ি নিয়ে এলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজে যাওয়ার কথা বলে এলাকাবাসীরা। তবে উল্টো শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষ মনিরুল ইসলামকে আনতে টিটিসিতে রওনা হোন। এ বিষয়ে এঘটনায় টিটিসি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টা আমি শুনেছি। আমার কিছু শিক্ষার্থীরা আমাকে নিতে এসেছে শুনেছি। তবে আমাকে নিতে ও আসতে বলিনি তাদের। আমি মোটরবাইক নিয়েই খুলনা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আড়ংঘাটা থানার এস আই এস এম রাজিবুল আলম বলেন, ঘটনার স্থান পর্যবেক্ষণ করে দেখেছি। এ ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, এ ঘটনায় ৬ থেকে ৭ জন আহত আছে তাদের খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।