স্থানীয় সংবাদ

মোরেলগঞ্জে কৃষক দস্পতির বাগানের সুপারী লুটসহ বাগান দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোট কুমারখালী গ্রামের এক বৃদ্ধ দম্পতির বাৎসরিক অবলম্বন বাগানের সব সুপারী লুট করা হয়েছে। সুপারী লুটের পাশাপাশি তাদের ১ এক একরেরও বেশী সুপারী বাগান জোর দখলে নিয়েছে তাদের শরীক প্রতিপক্ষরা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপরে ভূক্তভোগী কৃষক নারায়ন চন্দ্র মজুমদার মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রতিপক্ষ দখলদার অশোক কুমার মজুমদারসহ ৩ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় দেয়া অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের নারায়ন চন্দ্র মজুমদার (৬৫) নামের এক বৃদ্ধ কৃষকের ১ একর ৪৫ শতকের সুপারী বাগান থেকে প্রায় ২ লাখ টাকার সুপারী লুট করে নেয়াসহ বাগান জোর দখলে নিয়েছে। প্রতিপক্ষ একই গ্রামের প্রভাবশালী অশোক কুমার মজুমদারের নের্তৃত্বে ৭/৮ জন সংঘবদ্ধ বহিরাগত লাঠিয়াল নিয়ে জোরপূর্বক দখলে নেয়। দখলকারীরা এর আগের রাতে বৃদ্ধ ওই কৃষকের অপর একটি বাগান থেকে প্রায় ৩০ হাজার টাকার সুপারী লুটে নেয়। ভূক্তভোগী কৃষক নারায়ন চন্দ্র বলেন, দীর্ঘদিনের ভোগ দখলীয় সুপারী বাগানটি বছরে ২লাখ টাকার সুপারী বিক্রি করে তার সংসার চলে। স্বামী-স্ত্রী দুই জনে বাড়িতে থাকি। একটিমাত্র ছেলে পড়ালেখার সুবাদে পিরোজপুর জেলা শহরে থাকে। দখলকারীরা সংঘবদ্ধ ৭/৮ জন ছিল লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে চোখের সামনে বাগানটি দখল করে নিয়ে ২ লাখ টাকার সুপারী নিয়ে নেয়। আমি বৃদ্ধ মানুষ ভয়ে বাধা দিতে যাইনি। থানায় অভিযোগ দিয়েছি। প্রভাবশালীদের দখলে নেয়া আমার জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ন্যায় বিচারের জন্য স্থানীয়ভাবে অনেকের দ্বারে দ্বারে গিয়ে জানিয়েছি। এ বিষয়ে প্রতিপক্ষ অশোক কুমার মজুমদার বলেন, তিনি কারো জমি দখল করেনি। বরং তাদের শরিকদের বঞ্চিত করে তারই কাকাতো ভাই নারায়ন চন্দ্র ১ বিঘা সম্পত্তি সরকারের নিকট থেকে বন্ধোবস্ত নিয়ে একাই ভোগ দখল করছে। এ বিষয়ে আমি আদালতে একটি মামলাও করেছি। এ বাগান দখল ও সুপারী নেওয়ার বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কে এম শওকত হোসেন বলেন, পারিবারিক জমিজমা বিরোধে কৃষকের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button