স্থানীয় সংবাদ
তেরখাদায় মাদক উদ্ধার অভিযানে হামলার শিকার চার ডিবি পুলিশ ঃ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ঃ মাদক উদ্ধার অভিযানে গিয়ে খুলনার তেরখাদা উপজেলার কোলা বাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের চার জন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত গোয়েন্দা পুলিশের সদস্যরা হলেন, জেলা ডিবির এএসআই মইনুদ্দীন, কনস্টেবল তবিবুর, সোহেল ও শামীম। গ্রেফতারকৃতরা হচ্ছে, আবু তাহের, সোহেল মোল্লা ও মফিজুল।
খুলনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, হামলায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। এএসআই মইনুদ্দিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম আমতলা গ্রামে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়।