খুলনা জেলা প্রশাসকের সাথে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের মতবিনিময়

বটিয়াঘাটায় প্রতিনিধি ঃ খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম’র সাথে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার,সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঠিকাদার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, হিরামন মন্ডল সাগর, আরিফুজ্জামান দুলু, সোহরাব হোসেন মুন্সি, মোঃ ইমরান রুবেল,ভূমি অফিসের বড় বাবু মোঃ আজিজুর রহমান সার্ভেয়ার ইব্রাহিম হোসনে, অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন, প্রসেনজিৎ কুমার দাস প্রমুখ । সভা শেষে থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন করে অর্ভ্্যথনা জানান হয়। এছাড়া দেশ সেরা পুরস্কার প্রাপ্ত মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না জেলা প্রশাসকে ফুলেল শুভেচছা জানান। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।