স্থানীয় সংবাদ
এ্যাজাক্স জুটমিল শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা
স্টাফ রিপোর্টার ঃ মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন এ্যাজাক্স জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে গতকাল বিকাল ৪ টায় এ্যাজক্স জুট মিল শ্রমিক ইউনিয়নের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা শেখ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান। বক্তৃতা করেন ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রইজ উদ্দিন , শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন, আঃ ওহাব, আব্দুর রহমান, ওয়াদুদ প্রমুখ। সভা থেকে শ্রমিকদের নায্য পাওনা পরিশোধের দাবিতে কঠোর কর্মসুচি ঘোষনার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।