খালিশপুর দুর্বার সংঘ ক্লাবের উদ্যোগে নবনির্বাচিত বিএনপি নেতাদের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি ঃ খালিশপুর দুর্বার সংঘ ক্লাবের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ক্লাব মিলনাতনে খালিশপুরের চারটি ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতাদের ফুল দেয়া সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত নেতারা হলেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসানুল্লাহ বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই কালু। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো, ১২ নং ওয়ার্ড বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল, ১৩ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান জুয়েল। সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার সংঘ ক্লাবের সভাপতি মোঃ মেহেদী হাসান, পরিচালনায় ছিলেন দুর্বার সংঘ ক্লাবের ও ৭ নং ওয়ার্ড বিএনপি’র নবনির্বাচিত সংগঠনিক সম্পাদক হৃদয় হাসেম আসমত। এ সময় উপস্থিত ছিলেন হালিম শিকদার, রফিকুজ্জামান সাগর, মিজানুর রহমান মিজান, কাজী শাফায়েতুল ইসলাম, কাজী জসীমউদ্দীন, আবুল কাশেম, রফিক খোকন, শফিউদ্দিন, মাহবুব আলম চৌধুরী, রেজাউল করিম লিটন, ফিরোজ সুলতান আনু, আশরাফুল হোসেন চান্দু প্রমুখ।