আগামী ২৩ নভেম্বর খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফলে ১১টি উপ-কমিটি গঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ বর্ণাঢ্য আয়োজনে আগামী ২৩ নভেম্বর খুলনাতে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সফলে খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটিসহ ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে সার্বিক দিক-নির্দেশনা দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আজ শনিবার দুপুর ১২টায় ভেন্যু পরিদর্শন করবেন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছেন, ‘সারাদেশে বিএনপি’র ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দু’টি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলাধুলাকে সার্বজনীন হিসেবে জাতির সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস বলে উল্লেখ করেন তিনি। সভায় সর্বসম্মতভাবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনাকে আহবায়ক ঘোষণা করা হয়। খুলনা বিভাগের ১০ জেলা বিএনপি’র সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এ কমিটির সদস্য হিসেবে গন্য হবেন। এছাড়া গঠিত উপ-কমিটিসমূহের দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাংগঠনিক ও প্রচার উপ-কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিন (খুলনা মহানগর ও জেলা বিএনপি’র সকল থানা/উপজেলা শাখার সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এ কমিটির সদস্য হবেন), ভেন্যু ব্যবস্থাপনা ও সাজ-সজ্জা উপকমিটির আহবায়ক খান জুলফিকার আলী জুলু, অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক শাহ্ আসিফ হোসেন রিংকু, অ্যাপয়ন (মাঠ) উপ-কমিটির আহবায়ক কেএম হুমায়ুন কবীর, আবাসন উপ-কমিটির আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাজ-সজ্জা উপ-কমিটির আহবায়ক শেখ সাদী, মিডিয়া উপ-কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন, মেডিকেল উপ-কমিটির আহবায়ক ডা. মোস্তফা কামাল, শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, দপ্তর উপ-কমিটির আহবায়ক বদরুল আনাম খান ও সদস্য সচিব শরিফুল ইসলাম টিপু।