খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আল্লাহ তায়ালা খালিশপুর শিল্পাঞ্চলে ফেরার যে তৌফিক দিয়েছেন তার জন্য হাজারো কোটি শুকরিয়া আদায় করছি। যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে তাদের ব্যাপারে পাহারাদারের ভূমিকায় থাকতে হবে। তারা যেন দেশে ঢুকে আবারও শ্রমিকসহ দেশের মানুষের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন করতে না পারে। তাদের এখন একটাই পরিকল্পনা, কীভাবে নতুন বাংলাদেশের এই পরিবেশকে নস্যাৎ করে সারা দুনিয়াকে দেখানো যায় যে বাংলাদেশ অচল হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিজস্ব এই অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। অফিসে থাকা কুরআন-হাদিস ও ইসলামী সাহিত্যসহ অনেক বই পুড়িয়ে দিয়েছে। তারা এই শিল্পাঞ্চলের সকল মিল কল-কারখানা বন্ধ করে দিয়ে মৃত্যুপরি রূপান্তরিত করেছে। বর্তমান এখানে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। খুলনা মহানগরীর শিল্পাঞ্চল খালিশপুরস্থ ২৫০, বিআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, বিএল কলেজের ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর ফোরকান উদ্দিন মিঠু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক এস.এম মাহফুজুর রহমান।
এ সময় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুকাররাম বিল্লাহ আনসারী, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা সদর থানা আমীর শেখ ওয়ালিউল্লাহ, সোডাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম, লবণচরা থানা আমীর হানিফ বালী, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, খানজাহান আলী থানা আমীর হাসান মাহমুদ টিটো, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের টিম সদস্য আজিজুর রহমান, খুলনা মহানগরী সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ডাক্তার সাইফুজ্জামান, সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, সদর থানা সভাপতি আসিফ ইকবাল, দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলাম, সোনাডাঙ্গা মাওলানা শরিফুল ইসলাম, আড়ংঘাটা থানা সভাপতি আব্দুল কাদের, খালিশপুর থানা সভাপতি বদরুর রশিদ মিন্টু, সাইফুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা আব্দুল বারেক, আব্দুর রশিদ, আসলাম সিকদার, কামাল হোসেন , হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, শ্রমিক নেতা জবির উদ্দিন মোল্লা, মুহিব্বুর রসূল, আব্দুল মালেক মুন্সী, শাহীনুল ইসলাম, মুজাহিদুল ইসলাম বিপ্লব, শিহাব উদ্দিন, নুরুল হক, আলী হায়দার, কামরুল ইসলাম, আফতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কুরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুল্লাহ আল আজাদ।
মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমারা আন্দোলন করে যাবো। আমরা আমাদের জান-মাল দিয়ে হলেও এই দেশে কুরআনের আইন ও শ্রমিকদের অধিকার এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি বলেন গোটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতে ইসলামীর দাওয়াত পৌছে দিবো ইনশাআল্লাহ।