স্থানীয় সংবাদ

আশাশুনিতে জলমহল দখলের হুমকি : থানায় জিডি

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার হিমখালী জলমহল দখলের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। উত্তর চাপড়া গ্রামের মোঃ আনারুল গাজীর ছেলে সাইরুল ইসলাম বাদি হয়ে এ জিডি করেন। বেউলা গাজীর মাঠ গ্রামের মৃত ইছাক আলী সরদারের ছেলে শীষ মোহাম্মদ, মৃত কেয়ামদ্দীন সরদারের ছেলে রাশেদুল ইসলাম ও ফজলু সরদার এবং ইবা গাজীর ছেলে নাজমুল ইসলামকে বিবাদী করে সাইরুল ইসলাম রুজুকৃত জিডি (নং ৬২০) সূত্রে জানাগেছে, বাদি মহেশ্বরকাটি মৌজার ১ নং খাস খতিয়ানে হিমখালী জলমহলে অনুমান ২০.২০ একর জমি সরকারের নিকট থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। বিবাদীরা জলমহলের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে বিবাদীদের বিরুদ্ধে বাদি বিজ্ঞ আদালতে পিটিশন মামলা (নং ১৯৯৯/২৪) দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।মামলা করায় ক্ষুব্ধ বিবাদীরা শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল অনুমান সাড়ে ৪ টার সময় বাদিকে জলমহলের রাস্তায় একা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও জলমহল দখলের হুমকি দেন। তারপরও বাদিপক্ষ দখলের কাজে বাধা নিষেধ করলে বিবাদীরা তাকে মারপিট ও মিথ্যা মামলা করে হয়রানির হুমকি প্রদান করেন। ভুক্তভোগী সাইরুল ইসলাম জলমহলে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ এবং বিবাদীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button