স্থানীয় সংবাদ

চেক ডিজঅনার মামলার পলাতক আসামি আটক

স্টাফ রিপোর্টার ঃ চেক ডিজঅনার মামলার পলাতক আসামি মো: মহাসিন শেখকে গ্রেফতার করেছেন রূপসা উপজেলা আইচগাতী ফাড়ির পুলিশ। শুক্রবার সকালে দিকে তাকে রূপসা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটকৃকতা মহাসিন রূপসা থানাধীন দুর্জ্জনীমহলের শীরগাতী, মধ্যম পাড়ার এলাকার বাসিন্দা আ: মজিদ শেখের পুত্র।
রূপসা উপজেলা আইচগাতী ফাড়ির পুলিশ সদস্য কিশোর কুমার দাস বলেন, শুক্রবার সকালে আইচগাতি ফাড়ির এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চেক ডিজঅনার মামলার পলাতক আসামি মো: মহাসিন শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদালতে মামলা ছিলো। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, এই টাকার পাওয়ার জন্য মনির হোসেন এর পক্ষ থেকে জজ কোর্টের আইনজীবি সুলতানা রহমান শিল্পী একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, রূপসা উপজেলা যুগিহাটি দেয়ার গ্রামের বাসিন্দা মো: মনির হোসেন কাছ থেকে মো: মহসিন শেখ ৭ লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে ওই টাকা পরিশোধের জন্য গত ২০২৩ সালের ১৮ ডিসেম্বর মহাসিন শেখ তাকে (ই্উনাইটেড কমার্সিয়াল ব্যাংক লি: এর )৭ লাখ টাকার একটি চেক প্রদান করেন। (যাহার হিসাব নং-০১৬৩২০১০০০০৩১৪১৮, চেক নং এসবি নং-১১৭৪৮১১)। ওই টাকার চেক মনির হোসেন ওই দিন উত্তোলনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, বড় বাজার শাখা, খুলনায় জমা দিলে অপর্যাপ্ত তহবিল থাকায় চেকটি ডিজঅনার হয়। লিগ্যাল নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। মামলা নং সিআর ২৮৮/২৪)। পরবর্তীতে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়ে যায়। সেই মামলার পলাতক হিসেবে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button