মাদক ও সন্ত্রাস নির্মূলে ভোলা ও খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযান
খবর বিজ্ঞপ্তি ঃ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোলা জেলার শশীভূশন থানাধীন এওয়াজপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। উক্ত অভিযানে শশীভূশন থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মাঝি এবং তার সহযোগী মোঃ সিদ্দিক মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৫৯৫ পিস ইয়াবা, ১কেজি গাঁজা, ২টি মোবাইল সেট, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার একশত টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে শশীভূশন থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। একই দিন খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫০ শয্যা হাসপাতাল এর সামনে অপর আরেকটি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাসুম বিল্লাকে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়। আটককৃত ব্যক্তি গত ০৬ নভেম্বর ২০২৪ হতে অদ্যাবধি জ্বর জনিত কারণে বর্ণিত হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মাদক বিক্রি করেছে বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, ১টি মোবাইল সেট, নগদ ৩,৭৭০/০০ টাকা এবং মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। উভয় অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের যথাক্রমে শশীভূশন ও তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ʻইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে।