সিওয়াইবি বিএল কলেজ শাখার কমিটি গঠন

# সভাপতি রহমাতুল্লাহ, সম্পাদক জাহিদুর রহমান #
খবর বিজ্ঞপ্তি ঃ ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর সরকারি ব্রজলাল কলেজ (বিএল), খুলনা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বাংলা বিভাগের শিক্ষার্থী রহমাতুল্লাহকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের জাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পরিক্ষীত মিস্ত্রী, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন। সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, অর্থ সম্পাদক হালিমাতুস সাদিয়া। দপ্তর সম্পাদক ফারজানা যুথি, সহ- দপ্তর সম্পাদক সাদিয়াতুত তৈয়্যেবা। মিডিয়া সম্পাদক সৌরভ বৈদ্য, প্রচার সম্পাদক মুজাহিদুল আলম, সহ- প্রচার সম্পাদক অর্চি মল্লিক। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারিয়া সুলতানা। ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক মো: ইউসুফ আকন, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক তুষার মন্ডল, মো. ইমন মিয়া। আন্তর্জাতিক সম্পাদক মো: আলীরাজ হোসেন। নারী বিষয়ক সম্পাদক রীমা পারভীন। আইন সম্পাদক মো: রবিউল ইসলাম, মানবাধিকার সম্পাদক ফারহানা ইয়াসমীন আয়েশা। কার্যকরী সদস্য মো: সাকিব হাসান, শুভজিৎ বৈদ্য, মো: নাসিফুর রহমান, আসমাতুল্লাহ, প্রীতিদ্বীপ মন্ডল, শেখ আল মুকিত, জিয়াউর রহমান, আবু শাহিন, তৌহিদুর রহমান, শোভন সরকার, মুবিনুল কারিম। উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৫টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।