স্থানীয় সংবাদ

দৌলতপুর জুট প্রেস ইউনিয়ন-১১৫৫’র ত্রিবার্ষিক নির্বাচন ৬ ডিসেম্বর

# ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন
#১৮ নভেম্বর মনোনয়পত্র বিতরন #২৩ নভেম্বর প্রাথীদের মধ্যে প্রতিক বরাদ্দ
# ভোট কেন্দ্র রেলিগেটস্থ কৃষ্ণমোহন মাধ্যমিক বিদ্যালয়

এম রুহুল আমিন : দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়াকার্স ইউনিয়নের (রেজি নং -১১৫৫) ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ইউনিয়নের ভোটার তালিকা নবায়ন চলছে। ১৫ নভেম্বর-২০২৪ ভোটার তালিকা নবায়নের শেষ দিন ছিল। ১৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১১ সালের ২৮ অক্টোবর দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ভোটারদের অংশ গ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৩ বছরের বেশি সময় পর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অঞ্চলের সচেতন শ্রমিকরা বলেন, ইতিমধ্যে এ অঞ্চলের শ্রমিকদের যারা প্রতিনিধিত্ব করেছেন তারা এই জুট প্লেসকে অবক্ষয়ের দিকে নিয়ে গিয়েছেন। শ্রমিকদের যে সকল দাবি ছিল দাবিগুলো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের সব থেকে বড় পাটের মোকাম দৌলতপুর, খালিশপুর। যেখানে একটি সময় ৪০ হাজার শ্রমিক ভোটার ছিলেন। এই অঞ্চলে এমন একটি সময় ছিল যখন পাটের মোহমোহ গন্ধে মুখরিত ছিল এই এলাকা। প্রেসের হাউজের এই রোডটি(ডিসি) পাটের ট্রাকে ভরে থাকতো। এরপরেও খুলনা যশোর মহাসড়কের উপরে পাটের ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের ৬৪ টি জেলার প্রায় ৬৩ জেলার মানুষ এই অঞ্চলে কর্মের সন্ধানে আসতেন । আর সেই বড় পাটের মোকামটি মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। এখানে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে পরিবার,সন্তান ও স্বজনদের নিয়ে জীবন যাপন করেছেন। শ্রমিকরা তাদের পেশা পরিবর্তন করে বিভিন্ন পেশায় যোগ দিয়েছেন। হাতেগোনা কয়েকটি কোম্পানির মানিকগন পাটের কাজ পরিচালনা করছেন। এই ট্রেডের শ্রমিকরা বলেন, সরকারের সৎ ইচ্ছা ও সার্বিক সহযোগিতায় এ অঞ্চলে পুনরায় আবার মালিকরা নতুন উদ্যমে কাজ পরিচালনা করবেন এটাই তাদের আশা। মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে। এখানে এরমধ্যে যারা ভোটার নবায়ন করবেন তারা করে নেয়ার সুযোগ পাবেন। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়,প্রায় ৩ হাজার ভোটার তাদের ভোটার তালিকা নবায়ন আইডি কার্ড সংগ্রহ করেছেন। ভোটারদের তালিকা সংগ্রহ হয়েছে প্রায় ৫ হাজার। ১৭ নভেম্বর ভোটার তালিকার আপত্তি গ্রহন,নিষ্পত্তি ও শুনানী। ১৮ নভেম্বর সকাল ১০ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও দুপুর ২ টা হতে রাত ৮ পর্যন্ত মনোনয়পত্র বিতরন। প্রতিটি পদের জন্য মনোনয়ন পত্রের মূল্য নির্ধারন করা হয়েছে ১০০ টাকা (অফেরতযোগ্য)। ২০ নভেম্বর সকাল ১০ টা হতে ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন,যাচাই বাছাই,ছাটাই এবং তালিকা প্রকাশ। ২১ নভেম্বর সকাল ১০ টায় প্রাথীদের নামের চড়ান্ত তালিকাসহ বিজ্ঞপ্তি প্রকাশ।২২ নভেম্বর-২৪ সকাল ১০ হইতে ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার। ২৩ নভেম্বর সকাল ১০ টা হতে ১ টা পর্যন্ত প্রাথীদের মধ্যে প্রতিক বরাদ্ধ এবং বিকাল ৫টায় প্রাথীদের প্রতিকসহ চুড়ান্ত তালিকা প্রকাশ। আগামী ৬ ডিসেম্বর২০২৪, ভোট কেন্দ্র রেলিগেটস্থ কৃষ্ণমোহন মাধ্যমিক বিদ্যালয় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে একটানা ভোট গ্রহণ চলবে এবং গণনা ,প্রাথমিক ফলাফল প্রকাশ। জুট প্রেস এন্ড বেলিং ইউনিয়নের ভোটার তালিকা নবায়ন কমিটির আহবায়ক ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক হাওলাদার বলেন, সকল পাটের কোম্পানি ও জুটপ্রেস হাউজ যেগুলো চালু রয়েছেন সে সকল শ্রমিকদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বচ্ছ ভাবে ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে। বর্তমান কোষাধ্যক্ষ জামাল হোসেন বলেন, ভোটার তালিকা প্রণয়নের কোন কারচুপি আশ্রয় নেয়া হচ্ছে না। স্বচ্ছভাবেই আমরা ভোটার তালিকা প্রণয়ন করছি। আগামীতে যারা শ্রমিকের পক্ষে ন্যায়ের পক্ষে কাজ করবে তাদেরকে শ্রমিকরা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। ভোটার তালিকা নবায়ন কমিটির সদস্য রুমেল জমাদ্দার বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই শ্রমিক ভাইয়েরা তাদের মূল্যবান ভোটে অংশগ্রহণ করার জন্য তাদের ভোটার তালিকা নবায়ন করছেন। দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়াকার্স ইউনিয়নের (রেজি নং -১১৫৫) ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিটির চেয়ারম্যান হয়েছেন শ্রমিক নেতা খান গোলাম রসুল, সদস্য সচিব হয়েছেন আজম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আনসার উদ্দিন, সদস্য আজিজুল ইসলাম ফরাজি ও আরব আলী।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button