স্থানীয় সংবাদ

রোগীদের সাথে আরও আন্তরিক হয়ে সেবা দিতে হবে : স্বাস্থ্য’র অতিরিক্ত ডিজি

স্টাফ রিপোর্টার : রোগীদের সেবা দিতে আরও বেশি আন্তরিক হতে হবে সেবার মান আরও বাড়াতে হবে।গতকাল শনিবার দুপুর বারোটায় তিনি খুলনা বিশেষায়িত হাসপাতাল পরির্শন শেষে স্বাস্থ্য বিভাগ-সেবা অতিরিক্ত ডিজি প্রফেসর ডাঃ শেখ সাঈদুল হক তিনি এসব কথা বলেন, এছাড়া হাসপাতালটির সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। দক্ষিন পশ্চিাঞ্চলের মানুষেরা বিনা খরচে সরকারী দশ টাকার টিকিটে আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছে। পাশাপাশি তিনি খুলনা বিশেষায়িত হাসপাতালটিতে ইনস্টিইউট তৈরি করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। হাসপাতালটিতে ইনিষ্টিটিউট করতে পারলে চিকিৎসকরা কাজ করতে আরও বেশি উৎসাহিত হবে। সেবার গতি বাড়বে। এসময়ে তিনি হাসপাতালটির কার্ডিওলজি বিভাগ, ক্যাথল্যাাব বিভাগ, নেফ্রোলজি বিভাগ ও ডায়ালাসিস বিভাগ পরির্দশন করেন।পাশাপাশি তিনি রোগীদের চিকিৎসা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি কার্ডিওলজি বিভাগে সেবার মান আর বাড়িয়ে দেওয়ার পরামর্শ করেন। নেফ্রোলজি বিভাগে শয্যা সংখ্যা বৃদ্ধি করার জন্য তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুত দেন। এছাড়া পরিদর্শন শেষে হাসপাতালটির সম্মেলন কক্ষে চিকিৎসক নার্স, কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এসময়ে হাসপাতালটির পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, হাসপাতালটিতে জনবল সংকট, চিকিৎসক সংকট সহ রয়েছে ফার্মাশিষ্ট সংকট। বিশেষ করে আউট সোর্সিং জনবলে রয়েছে মারাত্মক সংকট। গেল জুন মাস হতে হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিস থেকে ৬১ জন আউট সোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিল হয়ে যায়। এতে করে চলমান স্বাস্থ্য রেসবা অনেকটা থমকে যায়। রোগীদের সেবা দিতে আর বেশি হিমশিম পোহাতে হচ্ছে। তিনি দ্রুত আউটসোর্সিং জনবল বৃদ্ধির তাগিদ দেন। এছাড়া হাসপাতালটিতে শয্যা সংখ্যা বৃদ্ধি করণের জন্য জোর সুপারিশ করেন।হাসপাতালটিতে বর্তমান প্লাস্টিক এন্ড বার্ণ ইউনিট বিভাগ থাকলেও নেই সংশ্লিষ্ট বিভাগের কোন চিকিৎসক। এতে করে সংকটাপ্নœ রোগীদের সেবা দিতে হিমশিম পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষর।এছাড়া হাসপাতালটির বর্তমান সমস্যা নিয়ে বিভিন্ন কথা বলেনন চিকিৎসক সহ কর্মকর্তারা। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা স্বাস্থ্য বিভাগ খুলনা পরিচরচালক ডাঃ মঞ্জুরুল মুরশিদ ,খুলনা সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, খুলনা বিশেষায়িত হাসপাতালের আরএমও ডাঃ প্রকাশ চন্দ্র দেবনাথ,ডাঃ আবু সাঈদ, ডাঃ আসমা আক্তার, ডাঃ ইব্রাহিম খলিল,ডাঃ আব্দুস সালাম,ডাঃ বেলাল,প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button