স্থানীয় সংবাদ

কওমী শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে কওমী মাদরাসা পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি ঃ ১৭ই নভেম্বর রবিবার জামিয়া কুরআনিয়া বকচর মাদরাসার মিলনায়তনে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দ শিক্ষাবর্ষে আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যশোর জেলাধীন কওমী মাদরাসা সমূহ থেকে ৫১৪ জন ছাত্র এবং ৩১১ জন ছাত্রী মোট ৮২৫ জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু তলহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী এবং বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা রশিদ আহমাদ বিন ওয়াক্কাস, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন, মুফতি শামসুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button