খুলনা বিভাগে ৯ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৫৯ জন : মৃত্যু নেই

# এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু ছাড়াল ৭৪৯২ মৃত্যু ২১ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতালে মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। এ সময়ে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭৪৯২ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগের ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। এর মধ্যে খুলনায় ৩০ জন, বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ২ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৬ জন, নড়াইলে ১০ জন, কুষ্টিয়ায় ৫০ জন, চুয়াডাঙ্গায় ১০ জন ও মেহেরপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৭ হাজার ৪৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২১৭৪ জন, বাগেরহাটে ৯৮ জন, সাতক্ষীরায় ১৯০ জন, যশোরে ১০৭৭ জন, ঝিনাইদহ ৪৬৯ জন, মাগুরায় ২৪৩ জন, নড়াইলে ৫৭২ জন, কুষ্টিয়ায় ৮৫৩ জন. চুয়াড্ঙ্গাায় ১৬৩ জন, মেহেরপুরে ৫৫৯ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৮ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪২৮জন। রেফার্ড করা হয়েছে ৯৭ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালাদার জানান, গত একদিনে নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৪২ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা দেয়া হয়েছে ৯৪৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।