মধ্যডাঙ্গায় ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার (১৭ নভেম্বর) বিকালে মধ্যডাঙ্গা যুব সংঘ (জুনিয়র)’র উদ্যোগে ১৬ দলীয় মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধন করেন, মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ডি.কৃষিবিদ ও খুলনা মহানগর কৃষক দলের যুগ্ম-সম্পাদক মো. মাফিজুর রহমান, দৌলতপুর থানা যুব দলের সাবেক যুগ্ম-সম্পাদক নাজমুল হাসান, বিএল কলেজ ছাত্র দলের য্গ্মু-সম্পাদক হাসিবুর রহমান শোভন, বিশিষ্ট সমাজ সেবক মুরাদ হোসেন। টুর্ণামেন্টের সার্বিক পরিচালনায় জাহিদুল ইসলাম, সিহাব হোসেন, তানভীর, মোঃ অমি, সিয়াম, রানা (ময়না), আরমান, শোয়েব, মিরাজ ও ফয়সাল। টুর্ণামেন্টের উদ্বোধন খেলা পরিচালনা করেন জাহিদুল ইসলাম, শোয়েব ও ইশান। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ব্রাদার্স ইলেভেন বনাব তাসিন একাদশ। তাসিন একাদশ ১-০ গোলে বিজয়ী দলের খ্যাতি অর্জন করে।