স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় সন্ত্রাসী কর্তৃক জমির ধান আত্মসাৎ করার ঘটনায় সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জলার বটিয়াঘাটা উপজলার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নতা শেখ সোহেলের ঘনিষ্ঠতম আসলাম হালদার ও বটিয়াঘাটা উপজলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজন ঢালি ও সদস্য সচিব মহদী আল আজাদর বিরুদ্ধে অন্যর জমির ধান আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এনিয়ে ভুক্তভোগিরা খুলনা প্রেসক্লাবে রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মলন করেন। সংবাদ সম্মলন লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মনিরুল বিশ্বাস, পিতা: আব্দুল গনি বিশ্বাস। তিনি ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সদস্য। লিখিত বক্তব্য তিনি বলেন, বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা শেখ সোহেলের ঘনিষ্ঠতম সহযোগি আসলাম হালদার ও বটিয়াঘাটা উপজলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজন ঢালি ও সদস্য সচিব মেহদী আল আজাদের নেতৃত্বে তাদের পারিবারিক জমির ধান কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত শনিবার এ ঘটনাটি ঘটে। শনিবার বেলা সাড়ে দশটায় প্রায় ১৩০/১৪০ জন সন্ত্রাসী নিয়ে গঙ্গারামপুর হাজিরহাট এলাকায় তাদর জমিত দশীয় অস্ত্র, দা, গুপ্তি , রড , লোহার পাইপ এবং লাঠি সোটা নিয় আসে। একপর্যায় তারা প্রায় ৭০/৭৫ মন ধান (যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা) কেটে নিয় যায়। ভুক্তভাগিরা তাৎক্ষনিক বটিয়াঘাটা থানা পুলিশক অবগত করল পুলিশ ঘটনাস্থলে এসে ৮ জনক আটক করে। পরবর্তীতে আটককৃতরা থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে জমির বর্গাদার মাজাম শেখের বাড়ি হামলা করে এবং তাক মারধর করে। সংবাদ সম্মলন উল্লেখ করেন ভুক্তভোগিরা। তিনি আরও বলেন, স্বরাচারী আওয়ামীলীগ সরকারর পতন হলেও সন্ত্রাসী আসলাম হালদারের সন্ত্রাসী কর্মকান্ড থামেনি। সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রকাশ্য ঘুর বেড়ায়। তার বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযাগ রয়েছ। যুবলীগ নেতা শেখ সোহেলের ক্ষমতার জোড় দেখিয়ে বিনা ভোটে আসলাম হালদার চয়ারম্যান হয়। শেখ সোহেলের বটিয়াঘাটার সকল অবৈধ টাকার ক্যাশিয়ার ছিলেন আসলাম হালদার। আসলাম হালদার আমাদর জমি দখল করার উদ্দশ্য বিভিন্ন সময় হুমকিও দিয়েছে। ভুক্তভাগিদর জমি সংক্রান্ত বিষয় নিয়ে
দুইটি দওয়ানী মামলা চলমান রয়েছে। খুলনা সাব জজ ৩য় আদালত, যার নং- ১১২/১৭ এবং অন্যটি বটিয়াঘাটা সহকারী জজ আদালত, যার নং- ২৫৩/১৫। এছাড়াও এ জমির বিষয়ে তাদের পক্ষে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং জজ কোর্টের রায় রয়েছে। আইনকে অমান্য করে আসলাম বাহিনী তাদর পত্রিক জমিজমা দখল করার উদ্দশ্য নানান ভাবে হয়রানিও করছে। তিনি উল্লখ করে বলেন, আমরা নিরুপায়। খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিতভাব অভিযাগ দিয়েছি। পরবর্তীত অভিযোগটি খুলনা জেলা প্রশাসকের দপ্তর থেকে বটিয়াঘাটা উপজলা নিবার্হী অফিসারের দপ্তরে প্রেরণ করেন। গত ১৩ই নভম্বর লিখিতভাব খুলনা পুলিশ সুপারের নিকট অভিযাগ দায়ের করি। গত শনিবার বেলা ১০টা ৩০ মিনিট প্রায় ১৩০/১৪০ জন লোক নিয়ে আমাদের জমি দখলের উদ্দেশ্যে আসলাম হালদার, বটিয়াঘাটা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজন ঢালি ও সদস্য সচিব মেহেদী আল আজাদ। এসময় তাদের লোকজন আমাদের প্রায় ৭০/৭৫ মন ধান কেটে নিয়ে যায়। বটিয়াঘাটা থানা পুলিশক বিষয়টি জানাল ঘটনাস্থলে পুলিশ এস ৮ জনক আটক করে নিয়ে যায়। আসলাম হালদারের সন্ত্রাসী বাহিনী আমাদর জমির ধান কেটে নিয়ে গেছে এবং জাহিদ বিশ্বাসের দায়ের করা মামলার স্বাক্ষীক মারধর করেছে। সংবাদ সম্মলনে তিনি আরও জানান, আসলাম হালদার স্বৈরাচারী হাসিনার চাচত ভাই শেখ সোহেলের খুব ঘনিষ্ট হওয়ায় আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলসহ নানা রকম অপকর্মের সাথ জড়িত ছিলা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button