স্থানীয় সংবাদ

কেশবপুরের কলাগাছি বাজারে হামলা

# মারপিট লুটপাট অগ্নি সংযোগের অভিযোগ #

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ একদল দূর্বৃত্ত্ব কেশবপুর উপজেলার কলাগাছি বাজারের একটি গুদাম ঘর ,একটি বয়ের দোকান ও সারুটিযা গ্রামে ভাসমান কপি হাউস ভাংচুর ,পূর্বক লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে।১৬ নভেম্বর সন্ধায় দূবৃত্তরা সুফলাকাটি ইউপি চেযারম্যানএস এম মুনজুর রহমান এর মাশিয়া মৎস্য গুদাম ভাংচুর করে গুদামের মধ্যে ১৮০ বস্তা খৈল,ভুষি ও মাছের খাদ্য ফিড লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের মূল্য ৬ লক্ষ টাকা। মালামাল নেয়ার পর ওই গুদামে আগুন দিয়ে ভাংচুর করে এক লক্ষ টাকার ক্ষতি করেছে বলে জানান গুদামের মালিক সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এসএম মুনজুর রহমান।একই সময় উক্ত বাজারের ওয়ালিউল ইসলাম ওয়ালিদ এর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।এসময় বাজারে থাকা জামায়াত নেতা মাদ্রাসা শিক্ষক আবুল কাসেম( ৫৫) জামায়াত নেতা মফিজুর রহমান (৩২) ,ব্যবসায়ী আব্দুল আহাদ (৬০) কে মার পিট করে আহত করে। এরপর দূর্বৃত্তরা সারুটিয়া গ্রামের ভাসমান কপি হাউসে ব্যপক ভাংচুর পূর্বক তাতে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষ দর্শীরা জানান। ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের সংবাদ পেয়ে সেনা বাহিনী ,একদল পুলিশ,ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।এ রিপোর্ট লেখার সময় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় টিপু বিশ্বাস,শফিকুল ইসলাম টুকু,মহির উদ্দিন গাজী,রাসেল গাজী,শাহীনুর বিশ্বাস,শিমুল সরদার, তৌহিদুল,সাইদুল সরদার,জাকির সরদার,শরিফুল ইসলাম,মোঃ ইয়াসিন,বাবলু সরদার,কামরুল মোড়ল সহ ৬০/৭০ জনের বিরুদ্বে মাশিয়া মৎস্য গুদামের মালিক সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এসএম মুনজুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ করেন। এদিকে কপি হাউস ভাংচুরও লুটপাটের ঘটনায় টিপু বিশ্বাস,শফিকুল ইসলাম টুকু,মহির উদ্দিন গাজী,শাহীনুর বিশ্বাস,শিমুল সরদার,সাইদুল সরদার,জাকির সরদার,শরিফুল ইসলাম,মোঃ ইয়াসিন,বাবলু সরদার,কামরুল মোড়ল সহ ৩০/৩৫জনের বিরুদ্বে কফিহাউসের মালিক রাজিবুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ করেন।এব্যপারে জানতে চাইলে থানার ওসি তদন্ত খান শরিফুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেযা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button