খুলনায় ধান ব্যবসায়ী তৌহিদুল দম্পতি ছিনতাইকারীদের কবলে

নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়া হয়
৮ জনের নামে আদালতে মামলা
স্টাফ রিপোর্টার : খুলনার ছাচিবুনিয়া এলাকায় ধান ব্যবসায়ী তৌহিদুল শেখ ও তার স্ত্রী সশস্ত্র ছিনতাইকারী চক্রের কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তিনি বাঁধা দেওয়ার চেষ্টা করলে পিটিয়ে তার পা ভেঙ্গে দেওয়া হয়। এ ঘটনায় আহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে খুলনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) এ মামলাটি দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হচ্ছে- খুলনা মহানগরীর পূর্ববানিয়া খামার চৌধূরী গলির বুড়ির বাগান এলাকার সেকেন্দার শেখের ছেলে সন্ত্রাসী মিজান ওরফে দাদো মিজান (৪৫), পূর্ববানিয়া খামার লোহার গেট আহাদের গলির নাসির উদ্দিনের ছেলে তরিক ওরফে কিলার তরিক (৪৮), পূর্ববানিয়া খামার লোহার গেট নবম গলির আব্দুল করিমের ছেলে শাহা আলম ওরফে ডাকাত আলম (৪৬), রূপসা উপজেলার নৈহাটী কাঞ্চন নগর এলাকার ইদ্রিস শেখের ছেলে সন্ত্রাসী রাসেল শেখ (৩৪), পূর্ববানিয়া খামার রাস্তার মাথায় তোতার ব্রিজ এলাকার মৃত কাশেম ডাকাতের ছেলে ইমান আলী কসাই (৬০), পূর্ববানিয়া খামার বিকে মেইন রোড রিজভী গলির সেকেন্দার পাটোয়ারী’র ছেলে পাটোয়ারী সোহাগ (৩৫), পূর্ববানিয়া খামার চৌধুরী গলির মাথায় বিল্লালের ছেলে মোস্ত ওরফে ইয়াবা মোস্ত (২৪), বয়রা রায়ের মহল হামিদ নগর রোডের মল্লিক বাড়ির পুকুর পাড় এলাকার বিল্লাল চোরার ছেলে জাহাঙ্গীর চোর ওরফে বাদুর সামাদ (২৮)সহ আরও অজ্ঞাতনামা ৩-৪ জন। মামলায় উল্লেখ করা হয়, সোমবার (২৮ অক্টোবর) আনুমানিক বিকেল ৪টারদিকে ধান ব্যবসায়ী তৌহিদ শেখ (৩৭) ব্যবসার টাকা নিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলায় তার শশুর বাড়ি যাওয়ার পথে ছাচিবুনিয়া দারোগার ভিটার মাঝখানে আব্দুর রহিম সড়ক রেল ক্রসিংয়ের সন্নিকটে পৌঁছানো মাত্র ৪-৫টি মোটরসাইকেলে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও ছিনতাকারী দল ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা ব্যবসায়ী তৌহিদের পকেটে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও তার স্ত্রী’র গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মুল্যে দেড় লক্ষ টাকা। এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তৌহিদ শেখের ডান পা পিটিয়ে ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এমনকি ছিনতাইকারী চক্র এ সময় তার স্ত্রীকেও মারধর এবং তার শ্লীলতাহানীর চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ব্যবসায়ী তৌহিদ শেখের পা ভেঙ্গে যাওয়ায় তিনি বর্তমানে চরম যন্ত্রণা নিয়ে জীবন-যাপন করছেন। এ ঘটনায় ব্যবসায়ী তৌহিদ শেখের স্ত্রী আসমা বেগমের দায়েরকৃত মামলাটি তদন্তের জন্য আদালত বটিয়াঘাটা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।