স্থানীয় সংবাদ

জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে রূপসাবাসীর মতবিনিময়

রূপসা প্রতিনিধি ঃ জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে রূপসার তৃণমূল পর্যায়ের জনসাধারণের মতবিনিময় সভা গতকাল ১৮ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য, সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন- জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্য, সাবেক সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঞা, সাবেক সচিব ফিরোজ আহমেদ, সাবেক সচিব খোন্দকার মোহম্মাদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার দাস। উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীর পরিচালনায় বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন- কাজদিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ অজিত সরকার, অধ্যক্ষ এসএম আমজাদ হোসেন, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ, প্রধান শিক্ষাক মো. হায়দার আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, ইসলামিক রিলিফ বাংলাদেশ মো. আতাউর রহমান, ইমাম পরিষদের সভাপতি মো. হেকমত আলী, ব্র্যাকের অনল কুমার বিশ্বাস, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসাপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, এম মুরশীদ আলী, রাজু আহম্মেদ খান শহিদ, ছাত্র প্রতিনিধি শেখ মেহরাব ও মো. ফাহাদ গাজী, হোম অবজয় হেনরী বারিকদার, মুক্তিযোদ্ধা শেখ তৈয়াবুর রহমান, কৃষি উদ্যোক্তা মো. জাহাঙ্গীর হোসাইন, মৎস্য উদ্যোক্তা মো. মোশারেফ মুন্সি, সুজন বসু, খাদ্য উদ্যোক্তা তানিয়া তাহের, সংস্কৃতিক কর্মী সুখেন রায়, মো. নাজমুল হাসান, মো. মুসা শেখ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ লুৎফর রহমান, মো. মেজবাহ উদ্দিন, মো. সাব্বির হাসান, দলিত থেকে দিবা রানী দাস প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button