ডুমুরিয়ায় পিস্তলসহ আটক ১
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তলসহ দিপংকর সরকার (৩২) নামে এক অস্ত্রধারীকে আটক করেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দা তালতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সে ওই এলাকার রাধাকান্ত সরকারের ছেলে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দিপংকর সরকার দীর্ঘদিন ধরে অস্ত্রটি তার হেফাজতে রেখেছিল। যার জন্য এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল। তার ভাবসাবে স্থানীয়রা ভয়ও পেত। খবরটি কিছুদিন আগে আমরা জানতে পারি এবং তাকে আটকের চেষ্টা চালাই। এক পর্যায়ে রোববার রাতে তার বাড়ি থেকে বিশেষ ভাবে রাখা পিস্তলটি উদ্ধারসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রটি কিভাবে, কোথা থেকে সংগ্রহ করেছিল তা জানা গেছে। কিন্তু তদন্ত স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু হয়েছে যার নং-১৫। একই সাথে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।