স্থানীয় সংবাদ

দুর্নীতিবাজ ডা. শর্মীরায়ের যোগদান ঠেকাতে শরণখোলায় ঝাড়– মিছিল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের বদলির আদেশ প্রত্যাহার এবং তার স্থলে মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মীরায়ের পদায়ন প্রতিহত করতে ঝাড়– মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুওে ঝাড়ু মিছিল করেন শরণখোলা স্বাস্থ্য স্কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় উপজেলা সদরের পাঁচ রাস্তা মোড়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। কর্মসূচী পালনকারীরা ক্ষোভ প্রকাশ কওে বলেন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস একজন ও দক্ষ চিকিৎসক। তার সততা ও চিকিৎসা সেবায় খুশী শরণখোলাবাসী। অথচ তাকে এখান থেকে বদলি করে দুর্নীতিবাজ ও আওয়ামীলীগের দালাল হিসেবে পরিচিত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মীরায়কে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুর্নীতিবাজ ও আওয়ামী দালালকে কোনোভাবেই শরণখোলায় যোগদান করতে দেওয়া হবেনা। মানববন্ধনে বক্তৃতা করেন মাওলানা মাহাদি হাসান, মুফতি মাওলানা ইসমাইল হোসেন, মাসুদ হোসাইন ও রবিউলইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button