নগরীতে বিএনপি অফিস ভাংচুরের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও বর্তমান যুবলীগ নেতা মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক নগরীর খালিশপুর থানার চরেরহাট এলাকার বাসিন্দা। গতকাল সোমবার সকালে কেএমপির ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছেন।
জানা যায়, কেএমপির ডিবি ওসি তৈমুরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গতকাল সকালে নগরীর ফারাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএমপির ডিবির ওসি মো: তৈমুর জানান, ফারুকের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুকের লাইসেন্সকৃত ২টি অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো যথাসময়ে জমা দিয়েছে কিনা তা খোঁজখবর নেয়া হচ্ছে।
ওসি তৈমুর আরও জানায়, তার দুই ভাই আওয়ামী লীগ নেতা ও ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা এবং মোরশেদ আহম্মেদ মনিরের বিরুদ্ধেও মামলা রয়েছে। তারা কোথায় আছে সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।