শিরোমণিতে বিশিষ্ট সমাজ সেবক আশরাফ উজ জামানের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও আটরা গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা মিনা আশরাফ উজ জামান সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা সি,এম,এইচ হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার জোহরবাদ শিরোমণি মধ্যপাড়া দিঘিরপাড় ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম, প্রফেসর শেখ আবুল কালাম আজাদ, আলহাজ¦ শেখ আব্দুল জলিল, খানজাহান আলী থানা বিএনপি’র আহবায়ক কাজী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বিএনপি নেতা শেখ হাসিবুর রহমান, কাজী মাহফুজুর রহমান, মিনা মুরাদ হোসেন, শেখ সাইদুল ইসলাম, মিনা সেলিম, শেখ মেহেদী হাসান, শেখ আসলাম হোসেন, ইউপি সদস্য আলহাজ¦ শেখ আল আমিন, সাবেক ইউপি সদস্য মোল্লা সোহরাব হোসেন, মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, মিনা ফারুক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় উপস্থিত ছিলেন । জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ মিনা নাঈম উজ জামান।