ধান চাল বণিক সমিতির ১৭তম ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের শপথ

# দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা ধান চাল বণিক সমিতির ১৭ তম কার্যনির্বাহী সংসদের শপথ পাঠ ও দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান খুলনা বড় বাজারস্থ সমিতি ভবনের সভা কক্ষে ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সমিতির সভাপতি মুনীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নব গঠিত ১৭ তম কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আসন গ্রহন করেন। সভাপতির উদ্বোধনী ভাষনের মাধ্যমে সভার শুভ সূচনা করেন। প্রধান নির্বাচন কমিশনার জনাব রকিব আহমেদ ও সদস্য সচিব, গোলাম মোস্তফা শেখ নব গঠিত ১৭তম কার্যকালের (২০২৪-২৭) কার্যনির্বাহি পরিষদের নির্বাচিত সভাপতি- আলহাজ্ব মুনীর আহমেদ, সহ- সভাপতি- মোঃ ফারুক, সাধারণ সম্পাদক- মোঃ আঃ মোহায়মেন কালু, সহ সাধারণ সম্পাদক- বিদ্যুত দাস, অর্থ সম্পাদক- গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক- গোবিন্দ কুমার কুন্ডু, শালিস সম্পাদক- সৈকত আহমেদ রাজু, দপ্তর সম্পাদক- মোঃ আল আমিন খাঁন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক- গোলাম মোর্শেদ এবং নির্বাহী সদস্য- তাজুল ইসলাম পাটোয়ারী, আবুল হোসেন তালুকদার, প্রসিত কুমার সাহা ও রুপক কুমার ভৌমিক সমিতির গঠনতন্ত্র অনুয়ায়ী শপথ পাঠ করেন এবং আগামী তিন বছরের জন্য সমিতির দায়িত্বভার গ্রহণ করেন। সভায় সমিতির সাধারন সদস্যরা তাদের মুল্যবান মতামত উপস্থাপন করেন। আগামীতে অত্র অঞ্চলে ধান চাল ব্যবসা প্রসারে ব্যবসায়িদের স্বার্থ সংরক্ষনে যথাযথ কর্তৃপক্ষের সহিত মত বিনিময়ের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভাপতি মুনীর আহমেদ বলেন যে, আগামীতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা গ্রহনের আহবান জানান। আর্কষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে সকল সভ্যবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করে প্রীতিভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সভার সঞ্চালকের দ্বায়িত্বে ছিলেন মোয়াম্মের আব্দুল্লাহ।