কেসিসি’র অপসারিত কাউন্সিলর ডনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
এবার আলোচিত আলামিন হত্যা মামলা তুলে না নেওয়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আলোচিত আলামিন হত্যা মামলা তুলে না নেওয়ায় আসামিরা তার ছোট ভাই মো. ওবায়দুল শেখ (২৮) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আহত ওবায়দুল পূর্ব বানিয়াখামার লোহার গেট নবম গলি এলাকার মো. জাহাঙ্গীর শেখের ছেলে। তার পিতা আলোচিত আলামিন হত্যা মামলার বাদী। এদিকে, এ ঘটনায় আহতের বোন রুবি বেগম বাদী হয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) কেসিসি’র অপসারিত কাউন্সিলর ও হত্যাসহ একাধিক মামলার আসামি জেড এ মাহমুদ ডনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে খুলনার বিজ্ঞ মহানগর হাকিম এর আমলী আদালতে এ মামলাটি দায়ের করেছেন। বাদী পক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারভূক্ত আসামিরা হচ্ছে- আলামিন শেখ হত্যা মামলার মুল পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন (৫৫) এবং তার সহযোগী পূর্ব বানিয়াখামার এলাকার সন্ত্রাসী মিজান ওরফে দাদো মিজান (৪৫), তরিক ওরফে কিলার তরিক (৪৮), শাহা আলম ওরফে ডাকাত আলম (৪৬), ইমান আলী (৬০), রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কাঞ্চন নগর এলাকার সন্ত্রাসী রাসেল শেখ (৩৩), পূর্ব বানিয়াখামার এলাকার আলামিন (২৫), রুম্মান (৪৫), পাটোয়ারী সোহাগ (৩৫) ও বাগমারা আলামিন গলির মাথা এলাকার নাঈম (২৪)। মামলায় উল্লেখ করা হয়েছে, এ সকল সন্ত্রাসীরা গত (২৬ অক্টোবর) শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে আকষ্মিকভাবে আহত ওবায়দুলের বাড়িতে প্রবেশ করে তার বৃদ্ধ পিতা ও আল-আমিন হত্যা মামলার বাদি বৃদ্ধ জাহাঙ্গীর শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি তারা বলে- ‘ডন এবং তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে যে হত্যা মামলা করা হয়েছে তা এক সপ্তাহের মধ্যে উঠিয়ে নিবি। তা-না হলে ছেলে আলামিনের মতো তোদেরও শেষ করে দেওয়া হবে’- একথা বলে হুমকি-ধামকি প্রদর্শন করে। এক পর্যায়ে ওবায়দুল প্রতিবাদ করলে ওই আসামীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে। এছাড়া আসামীরা বাদী রুবির মুখে চড় থাপ্পড় মেরে তার কাপড় টেনে খুলে শ্লীলতাহানী ঘটায়। এমনকি তার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং আসামি হৃদয় গাজী বাদীর দু’টি ছাগলও লুট করে নিয়ে যায়। এমনকি বাদীর বৃদ্ধ পিতার গলা চেপে ধরে হুমকি-ধামকি দেয় এবং বলে দ্রুত ডন এবং তার সহযোগীদের নামে হত্যা মামলা তুলে নিবি। দাদো মিজান হাতে অস্ত্র দেখিয়ে বলে- আলামিনকে যেভাবে খুন করানো হয়েছে তোর মেঝ ছেলে তৌহিদ শেখকেও একইভাবে খুন করা হবে। এছাড়াও অধিকাংশ আসামীদের হাতে আগ্নেয়াস্ত্র, ধারালো ছুরি, লোহার পাইপ, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা ছিলো। সন্ত্রাসীরা বীরদর্পে চলে যাওয়ার পর আহত ওবায়দুলকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় বাদীর আইনজীবী ইশ্বর চন্দ্র সানা বলেন, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য ডিসি ডিবিকে নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারী প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
এদিকে বাদিপক্ষের অভিযোগ, আলোচিত আলামিন হত্যা মামলার কয়েকজন আসামি সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে মামলা তুলে নিয়ে হুমকি-ধামকি প্রদান করছে। ফলে পরিবারসহ প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন ভুক্তভোগী বাদী ও তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট সংলগ্ন মামুনের রিকশার গ্যারেজে চাপাতি, রাম-দা, লোহার রড দিয়ে আলামিন শেখকে নির্মমভাবে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ২৪নং ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে প্রধান আসামি করে আরও ৯জনের বিরুদ্ধে ১ অক্টোবর খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমলী আদালতে সম্পূরক হত্যা মামলা দায়ের করা হয়। অন্যান্য আসামিরা হচ্ছে- হরিণটানা তোতার ব্রীজ মজিদ মিয়ার বাড়ীর পাশ এলাকার ছাত্তার গাজীর ছেলে নজরুল ওরফে ছাগল নজরুল, বানিয়াখামার মিস্ত্রিপাড়া কাঁচাবাজার এলাকার মৃত শামসু মিয়ার ছেলে মেহেদী (৫৪), নগরীর দোলখোলা ইসলামপুর মোড় এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলো (৪৯), ও তার ভাই একই এলাকার চিহ্নিত মাদক ডিলার ও অবৈধ অস্ত্র বিক্রেতা মোজাহার হোসেন মোজা (৫২), বানিয়াখামার মেইন রোড এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে লাবু ওরফে সুদে লাবু (৫২), রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটী কাঞ্চন নগর এলাকার ইদ্রিস শেখের ছেলে ও খুনে রিয়াজুলের সহযোগী সন্ত্রাসী রাসেল শেখ (৩৩), নগরীর বাগমারা এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে আবদুর রহিম মোল্লা ও ফকিরহাট উপজেলার কাকডাঙা গ্রামের শহিদ মোল্লার ছেলে সাগর মোল্লা (২৭)। এর আগে গত ৯ জুলাই খুলনা থানায় দায়েরকৃত মামলার আসামিরা হচ্ছে- নগরীর পূর্ব বানিয়াখামার চৌধুরী গলি বুড়ীর বাগান এলাকার মৃত সেকেন্দার শেখের ছেলে রোহান হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের হোতা মিরাজ শেখ ওরফে ইয়াবা মিরাজ (৩৮), মিস্ত্রিপাড়া টাওয়ার গলির মাথা এলাকার মৃত বাবুল মাতুব্বরের ছেলে রোহান হত্যা মামলার আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের হোতা মাদক ব্যবসায়ী রিয়াজুল ওরফে খুনে রিয়াজুল (৩৫), বাগমারা ঈদগাহ লেন এলাকার মৃত মালেকের ছেলে চান্দু ওরফে পিস্তল চান্দু (৪৫), পূর্ব বানিয়াখামার চৌধুরী গলি বুড়ীর বাগান এলাকার মৃত কাশেম আলী’র ছেলে মো. হেলাল ওরফে চোর হেলাল (২৭), বানিয়াখামার লোহার গেট আহাদের গলি এলাকার নাছিরের ছেলে এক সময়ের একাধিক হত্যা মামলার আসামি তরিক ওরফে কিলার তরিক (৪৫), পূর্ব বানিয়াখামার লোহারগেট, খাদেমুল উলুম মাদ্রাসা এলাকার ইউনুসের ছেলে আতা (২৬), পূর্ব বানিয়াখামার লোহার গেট, নবম গলি এলাকার করিমের ছেলে শাহ আলম (৪৫), লবনচোরা হরিণটানা মধ্যপাড়া কাটাখালি মসজিদ রোড এলাকার শহিদুল ইসলাম লিটনের ছেলে মো. নাদিম ওরফে নাদিম কাঁটারি (৩০)।