স্থানীয় সংবাদ

বাগেরহাটে বিএনপির পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে পদ বঞ্চিত নেতা-কর্মীরা জেলা বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের পর পরই জেলা বিএনপি জরুরীভাবে পাল্টা সংবাদ সম্মেলন করে সাংগঠনিক ব্যাখা দিয়েছে। সাংগঠনিক ব্যাখায় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকারাম হোসেন তালিম বলেন, দলেরর ভাবমূর্র্র্তি রক্ষায় এবং সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও কেন্দ্রীয় নির্দেশনা নিয়ে গঠনতান্ত্রিকভাবে বাগেরহাট জেলা সদর, কচুয়া ও মোংলা উপজেলা এবং মোংলা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বাগেরহাটে চাঁদাবাজীসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে জড়িত হওয়ায় এবং দলের ভাবমূর্তি নষ্ট করায় বিএনপিসহ যুবদলের কয়েকজন নেতা-কর্মীকে বহিস্কার করাসহ কয়েকজন কে শোকজ করা হয়। বহিস্কৃত নেতা-কর্মীদের পক্ষ নিয়ে আবুল কালাম আজাদ বুলুসহ দলের একটি গ্রুপ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে জেলা বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমুলক সংবাদ সম্মেলন করেছে। তাই ওই সংবাদ সম্মেলনের বিরদ্ধে দলের সাংগঠনিক বক্তব্য দিতে এ সংবাদ সম্মেলন করা হয় বলে জানান জেলা আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমসহ বিএনপি নেতা অলিয়ার রহমান পল্টু, এসকেন্দার হোসেন ও খাইরুজ্জামান স্বপন প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিক ভাবে সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সদ্য পদ বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আবুল কালাম আজাদ বুলু লিখিত বক্তব্য ও সংবাদ কর্মীদের প্রশ্নে জবাবে বলেন গত ২০২৩ সালের ১২ মার্চ জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে আমাকে সদস্য সচিব করা হয়। অথচ এ কমিটি বিলুপ্ত না করে জেলা আহবায়ক ও সদস্য সচিব দলীয় সিদ্ধান্ত ছাড়া গত ১৬ নভেম্বর-২০২৪ তারিখে আমাকেসহ দলের ত্যাগী নেতা- কর্মীদের বাদ দিয়ে সদর উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, মাহাবুবুর রহমান টুটুল, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাশারাত হালদার মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতা-কর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button