স্থানীয় সংবাদ

কুষ্টিয়ায় ডাকাতি করতে গিয়ে মা-ছেলেকে হত্যায় ৩ জনের মৃত্যুদ-

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ডাকাতি করার সময় চিনে ফেলায় মা ও ছেলেকে হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেওয়া হয়। অপরদিকে একই মামলায় আরেকটি ধারায় আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদ-সহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেন আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সোহানী পুষণ এই রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খাদেমুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোয়াদ্দার পাড়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে আবু হানিফ মোল্লা, সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন ম-লের ছেলে আলী আকবর ও মৃত শহিদুল ইসলাম ম-লের ছেলে লাল চাঁন ম-ল। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের আব্দুল মানিকের স্ত্রী ছানোয়ারা বেগম তার আগের পক্ষের আট বছরের ছেলে রাজ আহামেদকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর দিবাগত রাতে দ-প্রাপ্ত আসামিরা দরজা ভেঙে ওই বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ছানোয়ারা তাদের চিনে ফেলেন এবং চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল মা-ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ এসে মা ছেলের লাশ উদ্ধার করে। এ ঘটনার পরের দিন ছানোয়ারার মেয়ে পারভীনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার ২৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল বুধবার বিচারক এই রায় ঘোষণা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button