নিউ বসুন্ধরার গ্রাহকদের মুলধন ফেরত পাওয়ার দাবীতে ডিসির নিকট স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার ঃ নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের মুলধন ফেরত পাওয়ার দাবীতে স্মারকলিপি পেশ করা হয়। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বুধবার সকালে খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলামের মাধ্যমে আইন উপদেষ্টার নিকট এ স্মারক লিপি পেশ করা হয়। স্মারক লিপিতে উল্লেখ করা হয়, তারা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর গ্রাহক। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল বৃহত্তর খুলনা জেলার অধিবাসী। পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মিঠাপুকুর এলাকার বাসিন্দা প্রতারক আব্দুল মান্নান তালুকদার বাণিজ্য মন্ত্রনালয়ের জয়েন্টস্টক থেকে লাইসেন্স করে যার গভঃ রেজিঃ নং ৮৯১১৪/১০। নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট লিঃ নামে কোম্পানী খুলে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে, হাদিস কোরআনের কথা বলে ধর্মপ্রান মুসলমানদের অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে খুলনা অঞ্চলের প্রায় তিন হাজার চারশত নিরীহ গ্রাহকদের নিকট হতে ৮১ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। গত নভেম্বর’১৮ হতে কোন মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে খুলনা অফিস বন্ধ করে দিয়েছে। উক্ত বিষয়সমূহ ইতিমধ্যেই একাধিকবার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় একাধিকবার কর্তৃপক্ষের দারস্থ হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। যে কারনে গ্রাহকরা তাদের সর্বস্ব হারানোর শঙ্কায় দিশেহারা। উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানের এম.ডি এম.এম.এ মান্নান তালুকদার দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় বর্তমানে কারাগারে আছেন। স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান, গাজি মিজানুর রহমান, মাওঃ মফিদুল ইসলাম, মাওঃ জাহিদুর রহমান, আলহাজ্ব কারী সৈয়দ রুস্তম আলী, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আলী আকবর প্রমূখ।