নগরীতে অনিবন্ধিত প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার : নগরীতে অ-নিবন্ধিত প্রতিষ্ঠান যা খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ ও সরবরাহ করার দ্বায়ে মোঃ নাজমুল হাসান নামে এক ব্যাবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। খুলনার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদেশ মোতাবেক ১৯ নভেম্বর বিশুদ্ধ খাদ্য আদালত, খুলনা মহানগর এর দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেনের আদেশ মোতাবেক গত ১৯ নভেম্বর বিশুদ্ধ খাদ্য আদালত, খুলনা মহানগর এর দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন কর্তৃক সোনাডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচলনা করেন। অভিযান পরিচালনাকালে তারা জানতে পারেন সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে অ-নিবন্ধিত প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ ও সরবরাহ করে আসছে। পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক মোঃ নাজমুল হাসান ঘটনাস্থলে অপরাধ স্বীকার করে করলে তাকে উপস্থিত সাক্ষীদের সামনে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর অধিনে ১ লাখ টাকা জরিমানা প্রদান করে সতর্ক করা হয়। সেই সাথে নিবন্ধন করা সহ আনুষঙ্গিক লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করা হয়। নিবন্ধন ও আনুষঙ্গিক কাগজ পত্র সংগ্রহ না করা পর্যন্ত উক্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য আদালতের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, খুলনা মহানগরের নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেসুর রহমান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নাজির মোঃ তরিকুল ইসলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বেঞ্চ সহকারি মোঃ বায়জিদ শেখ এবং সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।