স্থানীয় সংবাদ
যশোরে ঝিকরগাছায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোরের ঝিকরগাছা উপজেলা এলাকায় সাহেব আলী(৩৫) নামের এক ব্যক্তির লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটি কুমড়া -কুল¬া সড়কের পাশ থেকে বুধবার ২০ নভেম্বর ভোরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান। নিহত ব্যাক্তি মাটিকুমড়া গ্রামের ওহাব গাজীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি বাবলুর বলেন, সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।#