মোল্লাহাটে রাতে গরু চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা ৩ জন
# ধৃতদের অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হলেও পুলিশ বলছে তারা আগেই পালিয়েছে #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পল্লীতে গভীর রাতে গোয়াল থেকে গরু চুরি কালে ৩ জন কে হাতে-নাতে ধরে ফেললেও অজ্ঞাত কারনে ওই রাতেই তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে চোরাই গরু পরিবহন কাজে ব্যবহ্নত (ঢাকা মেট্রো ড-১৪-৮০৯২ ) একটি ট্রাক আটক করে থানা পুলিশে দেয়া হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার হাড়ীদাহ জয়ঢিহি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ওই গ্রামের রমেশ চন্দ্র হীরার গোয়ালঘর থেকে গাভী চুরি করতে গিয়ে ৩ জন হাতে-নাতে আটক। পরে স্থানীয় কয়েকজন তাদের পুলিশে না দিয়ে মারধর করে অজ্ঞাত কারনে রাতেই তাদের ছেড়ে দেয়। যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ঘটনা বিষয়ে উপজেলার জয়ডিহি গ্রামের গৃহকর্তা রমেশ চন্দ্র হীরা জানান, সোমবার রাত ৩টার দিকে গোয়ালে গরুর লাফালাফির শব্দ পেয়ে তার ছেলে রথীন তাকে ডেকে ঘর থেকে বের হয়। এ অবস্থায় দেখতে পান গোয়াল থেকে গরু নিয়ে রাস্তায় যাচ্ছে চোরেরা। এ সময় চোরদের পিছু নিলে রথীনকে চোরেরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে । তখন আমরা চোর চোর বলে চিৎকার করে রাস্তার দিকে গেলে তখন আশপাশের লোকজন ছুটে এসে জড়ো হয়। এ সময় চোরেরা ট্রাক নিয়ে বেপোরোয়া গতিতে পালানোর সময় পাকা রাস্তার মাইল ফলক ভেঙ্গে ভুল রাস্তায় ঢুকে গেলে ট্রাকসহ ৩ জন আটক হয়। হাড়ীদাহ এলাকার গ্রাম পুলিশ মনিরুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার দিকে ইউপি সদস্য আশরাফুল আলম তাকে মোবাইলে বলেন চোর ধরা হয়েছে। স্থানীয় শহিদুল ও মামুন এর নেতৃত্বে কয়েকজনে চোরদের ধরে মারপিটের পর প্রথমে বেঁধে রাখে। পরে আবার অজ্ঞাত কারনে তারাই চোরদের ছেড়ে দেন । এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, গরু চুরি চেষ্টাকালে স্থানীয়দের ধাওয়ায় চোরেরা ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ উক্ত ট্রাক ও ট্রাকে রাখা তালা কাটা যন্ত্র জব্দ করা হয়।