কেবল শিল্প লিঃ কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন

# শাহাজাহান-আলমগীর পরিষদ- সভাপতিসহ-৬টি এবং মাইদুল-কাদের পরিষদ-সহ-সাধারণ সম্পাদকসহ-২টি পদে জয়লাভ #
# সাধারণ সম্পাদক পদে আলমগীর-কাদের সমান সংখ্যক ভোট পাওয়ায় ড্র #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন গতকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাসে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৯টি পদে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হাইভোল্টেজ এই নির্বাচনে শাহাজাহান-আলমগীর পরিষদ আনারস প্রতীক সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ এবং কার্যনির্বাহী সদস্যপদসহ মোট ৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে মাইদুল-কাদের পরিষদ ফুটবল প্রতীক নিয়ে সহ-সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক দুটি পদে জয়লাভ করেছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকের আলমগীর হোসেন ৮০ এবং ফুটবল প্রতীকের মোঃ আব্দুল কাদের খান ৮০ ভোট পাওয়া এই পদে ড্র হয়েছে। সভাপতি পদে আনারস প্রতীকের মো. শাহাজাহান ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ- সভাপতি পদে আনারস প্রতীকের মোঃ আতিকুর রহমান ৯১ ভোট পেয়ে জয়লাভ করেছে, সহ-সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকের মিজানুর রহমান মোড়ল-৮১ ভোট পেয়ে জয়লাভ করেছে, সাংগঠনিক সম্পাদক পদে আনারস প্রতীকের মো. বিল্লাল হোসেন ৮০ ভোট পেয়ে জয়লাভ করেছেন, দপ্তর সম্পাদক পদে ফুলটল প্রতীকের মো. শিমুল হোসেন -৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, প্রচার সম্পাদক পদে আনারস প্রতীকের মো. সাজ্জাদ হোসেন পেয়েছেন-৮২ ভোট, কোষাধ্যক্ষ পদে আনারস প্রতীকের মো. মুরাদ শেখ ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং কার্যনির্বাহী সদস্য পদে আনারস প্রতীকের মো. মোঃ আনোয়ার হোসেন (মিন্টু) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো. মাহাবুর রহমান এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন আতাউর রহমান কাসেমী ও সরদার আহসান হাবিব। নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। শান্তিপুর্ণ ভোটগ্রহণ শেষে উভয় প্যানেলের প্রার্থী এবং প্রতিনিধিদের উপস্থিতিতে চলে ভোটগণনা। পরে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৬০ জন ভোটারই তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মাহাবুর রহমান জানিয়েছেন, সাধারণ সম্পাদক পদে আলমগীর এবং মোঃ আব্দুল কাদের খান সমান সংখ্যক ভোট পাওয়ায় এই পদটির বিষয়ে শ্রম পরিচালকের দপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।