দৌলতপুর জুট প্রেস ইউ:-১১৫৫’র ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম জমা

# নির্বাচনে ৩০টি পদের বিপরীতে লড়বেন ৬৬ জন প্রার্থী #
এম রুহুল আমিন : দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫)’র ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে একে একে প্রার্থীরা তাদের নিজস্ব সমর্থকদের সাথে নিয়ে নগরীর দৌলতপুরের রেলিগেট নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন। মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল বিকাল ৫ টা পর্যন্ত। কেউ আসেন ছোট মিছিল নিয়ে, আবার কেউ আসেন বড় আকারের মিছিল নিয়ে। সকলেরই লক্ষ্য আগামী নির্বাচনে তিনি জয়ী হয়ে এ অঞ্চলে ঝিমিয়ে পড়া পাটের কাজকে সচল করে সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা করা। আগামী ৬ ডিসেম্বর-২৪ নির্বাচনের মাঠে লড়বেন সবাই। নির্বাচনে ৩০টি পদের বিপরীতে লড়বেন ৬৬ জন প্রার্থী। সভাপতি পদে প্রার্থী রয়েছেন ৩ জন,যথাক্রমে আঃ খালেক হাওলাদার,মোঃ এনায়েত হোসেন,মোহাম্মাদ মনা।সিনিয়র সহ-সভাপতি ৩জন , সহ-সভাপতি -৭জন,সাধারণ সম্পাদক পদে প্রার্থী-৫জন,যথাক্রমে শফিকুল ইসলাম মিঠু,গাজী আব্দুল কাদেও মাস্টার,মোঃ বদিউজ্জমান,মোঃ গোলাম শেখ ও আঃ মতিন। যুগ্ম সম্পাদক-৪জন,সহ-সম্পাদক -৬জন,সাংগঠনিক সম্পাদক ৩জন,সহ সাংগঠনিক সম্পাদক ৫জন, প্রচার সম্পাদক ৩জন,দপ্তর সম্পাদক ৩জন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ৩জন, কোষাদক্ষ্য-২জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২২ নভেম্বর যাচাই-বাছাই ও ২৩ নভেম্বর প্রতীকসহ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শ্রমিক নেতা খান গোলাম রসুল জানান, দলমত নির্বিশেষে সকলে নির্বাচনে অংশগ্রহণ করছে। সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আজ মনোনয়নপত্র জমা পড়েছে। কোন অঘটন ঘটেনি। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিন সকলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি কোন রকম বিশৃঙ্খলা হওয়ার কোন সম্ভাবনা নেই। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। আমরা সাধারন মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিতে চাই। ১৩ বছর পরে এই ট্রেডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শ্রমিক ভোটাররা তাদের ন্যায্য অধিকার আদায়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ান (রেজি নং ১১৫৫)’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আজম সারোয়ার,ভাইস চেয়ারম্যান আনসার উদ্দিন, সদস্য আজিজুল ইসলাম ফরাজী ও আরব আলী।